Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

কোম্পানিগঞ্জে অপহরণের ১৮দিনেও উদ্ধার হয়নি কিশোরী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

আগস্ট ২৮, ২০২২, ০৪:২৬ পিএম


কোম্পানিগঞ্জে অপহরণের ১৮দিনেও উদ্ধার হয়নি কিশোরী

নোয়াখালী কোম্পানিগঞ্জের প্রবাসী পিতার একমাত্র কন্যা কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে শিশুতলা নামক স্থান থেকে অপহরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভিকটমের মামা থানায় ডায়রি করে কিন্তু ১৮দিনেও উদ্ধার  করতে পারেনি পুলিশ।

থানায় অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার চর ফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের স্কুল পড়ুয়া কিশোরীকে বিদ্যালয়ে যাওয়ার পথে উক্তত‍্য করত পার্শ্ববর্তী কবিরহাট পৌরসভার ইদ্র পুরের হোসেন আহাম্মদের পালক পুত্র জাকের হোসেন। বিষয়টি কিশোরীর পরিবার জাকেরর আত্মীয় স্বজনকে জানালে ক্ষিপ্ত হয়ে চরকালি গ্রামের আব্দুল আহাদের পুত্র আনোয়ার হোসেন হেলাল, বেলায়েত হোসেন ও মোশাররফ হোসেনের পুত্র মোবারক হোসেন রিহাদ সহযোগিতায় নারী নির্যাতন কারী ও নারী অপহরণ দলের সদস্য জাকের হোসেন কিশোরীকে অপহরণ আত্মগোপন করে।

খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে কিশোরীকে উদ্ধার করতে না পেয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়রি ভুক্ত করে।  

অপহরণকারী জাকের তার আত্মীয় স্বজনের মাধ্যমে নগদ টাকা ও ষ্ট্যাম্পে লিখিত বন্ড দিলে কিশোরীকে ফেরত দিবে বলে খবর পাঠান। অপহরণকারী চক্রের শর্ত না মানলে কিশোরী মেয়েকে তাদের পরিবারে ফেরত দেবে না জানান।

এদিকে অদৃশ্য কারণে পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় মেয়েটির জীবন নাশের আশংকা করছেন মেয়েটির সৌদি প্রবাসী পিতা। মুঠোফোনে কিশোরীর পিতা সহেল কান্না জনিত কণ্ঠে সাংবাদিকদের বলে আমি জীবিকার তাগিদে প্রবাসে থাকি,আমার স্ত্রীও সহজ সরল  মহিলা হওয়ায় আত্মীয় স্বজনের মাধ্যমে থানায় যোগাযোগ করি। কিন্তু পুলিশ মামলাও নিচ্ছে না মেয়ে কে উদ্ধার করছে না।  আমি আপনাদের মাধ্যমে এ ব্যাপারে পুলিশ সুপার সহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান বলেন, আমাকে আর ৩দিন সময় দেন, না হলে মামলা নেব।

পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে Whatsapp ও সরাসরি বিষয়টি অবগত করলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন।

Link copied!