Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

বাবা-ছেলে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২২, ০১:৩৫ পিএম


বাবা-ছেলে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

খুলনার তেরখাদায় হিরু শেখ ও তার ছেলে নাঈম শেখ হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ত‌াদের প্রত্যেককে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছিল।

এ মামলার অপর দুই আসা‌মির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোন অ‌ভিযোগ প্রমাণ করতে ব‌্যর্থ হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: নজরুল ইসলাম হাওলাদার রোববার সকালে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে, শেখ আব্দুর রহমান (৫৫),  জমির শেখ ( ২৫ ), শেখ সাইফুল ইসলাম (৩৫), খালিদ শেখ (৩২), এস্কেন্দার শেখ (৪২), জসিম শেখ (৩৫),  হোসেন শেখ (৩০), জিয়ারুল শেখ ( ২৬ ), বাহারুল শেখ (২৪), আব্বাস শেখ (২৪),  অহিদুল গাজী (৩৪), এস. এম. দ্বীন ইসলাম (৫৪), খায়রুল শেখ (৩৫), কেরামত মল্লিক (৩৫),  মাহবুব শেখ (৪৯), বাবু শেখ (৩৫), নুর ইসলাম শেখ (৩৭)। খালাসপ্রাপ্ত দুই আসামি হলেন আবু সাইদ বিশ্বাস (৩৫) ও আয়েব শেখ (৫০)। রায় ঘোষণার পর আসামিদেরকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালতের পিপি অ্যাডভোকেট মোঃ আহাদুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৬ আগস্ট গভীর রাতে তেরখাদা উপজেলার পহরডাঙ্গা গ্রামে দুর্বৃত্তরা নাঈম শেখকে কুপিয়ে হত্যা ও তার বাবা হিরু শেখকে কুপিয়ে আহত করে। ৮ আগস্ট নাঈমের মা মাহফুজা বেগম বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১০/১২ জনকে আসামি করে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। আহত হিরু শেখ ২১ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৩৪ জন সাক্ষ্য প্রদান করেছেন।

কেএস

Link copied!