Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

৩ দিনের ব্যবধানে সন্দ্বীপে আরও চার রোহিঙ্গা আটক

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপ প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৭:৩০ পিএম


৩ দিনের ব্যবধানে সন্দ্বীপে আরও চার রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে সাঁতার কেটে নদী পার হয়ে সন্দ্বীপে প্রবেশ করছিল  চার রোহিঙ্গা তরুণ। পরে স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হলে ওই চার তরুণকে পুলিশে সোপর্দ করেন জনতা। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই চার রোহিঙ্গা তরুণ সাঁতার কেটে ভাসান চর থেকে নদী পার হয়ে সন্দ্বীপে আসেন। এরপর তারা স্থানীয় বাসিন্দাদের জেরার মুখে পড়েন। পরে তারা স্থানীয় বাসিন্দাদের জানান, কোন একটা কর্মসংস্থান বা  চাকরি করার জন্য তারা সন্দ্বীপে এসেছেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দীন  বিষয়টি থানায় জানান।

আটক হওয়া চার রোহিঙ্গা তরুণ হলেন—মো. রফিক (২০), মো. আজিজ (১৯), মো. আজিজ মোল্লা (১৯) ও মো. জুবায়ের হোসেন (১৯)। আটক তরুণেরা সবাই ভাসানচর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, ওই চার রোহিঙ্গা তরুণকে আটক করে নিয়ে থানায় আসা হয়েছে। তাদেরকে পুনরায় ভাসানচরের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য এর আগে গত ১ সেপ্টেম্বর ও ৪ জন রোহিঙ্গাকে মুছাপুর সমুদ্র পাড় এলাকায় পৌঁছলে ঘাটের উদ্দেশ্য যাত্রা করলে টেক্সি ড্রাইভার মুছাপুর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে পরে পুলিশ তাদের কে আটক করে। 

এসএম

Link copied!