Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

জেলা পরিষদ নির্বাচন

মৌলভীবাজারের অধিকাংশ প্রার্থী ঠিকাদারি ব্যবসায় জড়িত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২২, ০৪:২৩ পিএম


মৌলভীবাজারের অধিকাংশ প্রার্থী ঠিকাদারি ব্যবসায় জড়িত

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইতোমধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বনিন্দ্বীতায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সাধারণ সদস্য পদে ২১ জন ও সংরক্ষিত নারী সদস্য ৭ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রার্থীদের দেয়া হলফনামা অনুযায়ী ৭ জনই এসএসসি’র গণ্ডি পেরোতে পারেননি। আবার বেশিরভাগ প্রার্থী জড়িত রয়েছেন ঠিকাদারি ব্যবসার সাথে। ২-১ জন ছাড়া বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত।

প্রার্থীদের হলফনামা থেকে জানা যায়, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ৫নং ওয়ার্ডের জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ডের বদরুল আলম, সেলিম আহমদ, ২নং ওয়ার্ডের মো. বদরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য পদে ২নং ওয়ার্ডে রাকিবা সুলতানা, সৈয়দা জেরিন আক্তার ও ১নং ওয়ার্ডে রেহানা আক্তার এসএসসি’র গণ্ডি টপকাতে পারেননি। আবার ২নং ওয়ার্ডের প্রার্থী জাহাঙ্গীর আলম, মো. বদরুল ইসলাম, ১নং ওয়ার্ডের শহিদুল আলম শিমুল, ৪নং ওয়ার্ডের মো. মবশ্বির আহমদ ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রার্থীরা ভোট প্রার্থনা করতে ভোটারদের সাথে বৈঠক করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে সরাসরি দেখাও করছেন। আবার কেউ কেউ ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও ভোট চাইছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা পোস্টার-বিলবোর্ড, ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রচারণা চালাচ্ছেন। সবকটি ওয়ার্ডেই একাধিক প্রার্থী রয়েছেন। তবে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করায় ভোটের আমেজ অনেকটা কমে গেছে। হাটে মাঠে তেমন ভোটের কথা শুনা যাচ্ছে না।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আচরণবিধি সংক্রান্ত বিধি-নিষেধ মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে।

এসএম

Link copied!