Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

গরুর নষ্ট মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, কারাদণ্ড

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২২, ০৩:৪০ পিএম


গরুর নষ্ট মাংসে রক্ত মিশিয়ে বিক্রি, কারাদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় গরুর নষ্ট মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে আগৈলঝাড়া উপজেলার সদর বাজারে গরুর মাংস বিক্রেতা গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের বাদল সরদার পলিথিনে করে সদ্য জবাই দেওয়া গরুর রক্ত নিয়ে আসে। পূর্বে ব্রিজে রাখা নষ্ট মাংসের সাথে ওই রক্ত মিশিয়ে বিক্রি করেন।

এসময় ক্রেতাসহ স্থানীয় দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.সাখাওয়াত হোসেননকে বিষয়টি জানান। তিনি জানতে পেরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংসে রক্ত মেশানোর ঘটনার সত্যাতা পেয়ে ওই মাংস বিক্রেতা বাদল সরদারকে একমাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

এসময় আদালতে উপস্থিত ছিলেন, থানার এসআই আবু সালেহ ও উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী রমনী হালদার সহ প্রমুখ।

মঙ্গলবার দুপুরে তাকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কেএস 

Link copied!