Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

উলিপুরে মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২২, ০৭:৫৯ পিএম


উলিপুরে মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুড়িগ্রামের উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত  মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম মিয়া (৭০)। তিনি উপজেলার তবকপুর মিয়া পাড়া গ্রামের মৃত তেজারত উল্ল্যাহ্ আহমেদের ৬ষ্ঠ পুত্র।

দীর্ঘদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে অবসর নেন। এরপর থেকে স্ট্রোকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫ টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় উলিপুর  উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার উপস্থিতিতে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ আশরাফুজ্জানের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড  অব অনার প্রদান করেন।

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ তার  জানাযায় অংশ গ্রহণ করেন।

এছাড়াও হাজী সমিতি হিজফুল আরাফাতের সদস্য, মুক্তিযোদ্ধাবৃন্দও অংশ গ্রহণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেএস 

Link copied!