ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

খাগড়াছড়িতে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে পার্বত্যমন্ত্রীর মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২২, ০৫:১৬ পিএম

খাগড়াছড়িতে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে পার্বত্যমন্ত্রীর মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলার জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য  খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)টিটন খীসার সঞ্চালনায় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মো: হুজুর আলী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা আহসান, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমেদ প্রমুখ।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তিশংকর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলী মো: মজিবুল আলম, খাগড়াছড়ি বিভাগীয় বনকর্মকর্তা মো: হুমায়ন কবির সহ জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সরকারি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে হবে। সরকারি অর্থ বরাদ্দ যথাযথ ব্যবহার করতে হবে পাহাড়ের প্রতি ইঞ্চি জায়গা কে কাজে লাগাতে হবে কৃষি উৎপাদন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রী পার্বত্যবাসীদের ভালোবাসেন বলেই খাগড়াছড়ি জেলাতে ৭ নভেম্বর ৪২টি সেতু ও সড়কের উদ্বোধন করেছেন।

তিনি আস্থার সাথে বলেন, পার্বত্য তিন জেলা ফলনের দিক থেকে বাংলাদেশ একদিন স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠবে। পার্বত্য ভূমির ফসলে সম্ভাবনাময় বাংলাদেশ হবে একদিন। জাতির পিতার সোনার বাংলাদেশ বাস্তবে রূপ লাভ করবে। প্রধানমন্ত্রীর উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া নিশ্চিত হবে। মন্ত্রী পাহাড়ি অঞ্চলে ফল বাগান বাড়ানোর প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয়, দুই পাহাড়ের মাঝে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে মাছ চাষের ব্যবস্থা গ্রহণের উদ্যোগের কথা জানান পার্বত্য মন্ত্রী।

তিনি বলেন, সমাজের সব ভালো কাজগুলো পরিকল্পিতভাবে করলে বাংলাদেশও উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে জানান তিনি।

কেএস 

Link copied!