Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২৩ মাঘ ১৪২৯

সুবর্ণচর আ.লীগের নেতৃত্বে খেলন-হানিফ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ১, ২০২২, ০৭:২১ পিএম


সুবর্ণচর আ.লীগের নেতৃত্বে খেলন-হানিফ

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাহার উদ্দিন খেলনকে সভাপতি ও হানিফ চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে কাউন্সিলররা।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

এসময় তিনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবগঠিত কমিটির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীকে নির্বাচিত করতে সংঘবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৫ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করীম চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট এটিএম মুহিব উল্যাহ, ডাক্তার আব্দুর রব ও এডভোকেট ওমর ফারুক, সানা উল্যাহ বিকমসহ জেলা, উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

এমএম

Link copied!