Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

নোয়াখালীতে অবৈধ মাটি উত্তোলনে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৩, ১১:১৮ এএম


নোয়াখালীতে অবৈধ মাটি উত্তোলনে জরিমানা

নোয়াখালীতে সদর উপজেলায় এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে এক মাটি ব‍্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার  (১১ জানুয়ারি ) দুপুরে সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাহার উদ্দিন কে সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ-বিন-আখন্দ ভ্রাম‍্যমান আদালত বসিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চর উরিয়ায়  অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে কৃষি জমির টপসয়েল কেটে  উত্তোলনের দায়ে আব্দুল হকের ছেলে মো:বাহার উদ্দিন কে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ-বিন-আখন্দ
আমার সংবাদবে  বলেন, অবৈধভাব কৃষিজমির টপসয়েল  উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারামতে ৫০ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এআরএস

Link copied!