Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

রামপালে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণীয় অবহিতকরণ কর্মশালা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৪:১৯ পিএম


রামপালে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণীয় অবহিতকরণ কর্মশালা

বাগেরহাটের রামপালে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা বাগেরহাট জেলার উপপরিচালক মো. আকিব উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপপরিচালক (এমসিএইচ) ও প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মো. জাহাঙ্গীর আলম প্রধান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যাটারনাল হেল্থ) ডাক্তার মোস্তফা কামাল মজুমদার, বাগেরহাটের সহকারী পরিচালক মো. দিলদার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান সাবির আহমেদ, ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী একরামুল হক, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার।

সঞ্চালনা করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সেবা প্রদানে কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

কেএস 

Link copied!