Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

পূবাইলে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা, আটক ২

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৩, ০৭:১৯ পিএম


পূবাইলে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা, আটক ২

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানা বিএনপির উদ্যোগে বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, শিক্ষাঙ্গণে ছাত্রলীগের নৈরাজ্য বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০দফা’ দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এ কর্মসূচি পালনকালে পূবাইল থানা পুলিশের বাধার মুখে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বেশি সময় চলতে পারেনি। এ সময় শান্তিপূর্ণ পদযাত্রা থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মহানগরের প্রতিটি থানায় পদযাত্রা কর্মসূচির পাল্টা আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে পূর্বেই সংঘাতের আশঙ্কা করেছিল অনেকে।

পদযাত্রা কর্মসূচি শেষে পূবাইল মেট্রোপলিটন থানা বিএনপির সদস্য সচিব  বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি বলেন, একই দিন পুলিশের পাহাড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশের নামে মিটিং মিছিল চলে নির্বিঘ্নে আর আমাদের উপর চলে পুলিশের হামলা। আমাদের দুজন কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। গণতন্ত্রের নামে গনতন্ত্র হরনকারীদের মেনে নেয়া হবে না। এর সমুচিত জবাব জনগণই দিবে।

গাজীপুর মহানগর বিএনপির  সদস্য ও সাবেক ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর ও পূবাইল ইউনিয়ন চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমদের  নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন।

পূবাইল মেট্রোপলিটন থানা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর ও পূবাইল থানা বিএনপি নেতা আ: আলীম মিয়া, মোবারক হোসেন, আবুবকর সিদ্দিক, মীর আতাউর, আফজাল হোসেন, ইসলাম উদ্দিন খান, আলতাফ হোসেন, আজিম উদ্দিন ভুট্টোসহ সহাস্রাধিক নেতাকর্মী।

Link copied!