Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

ফতুল্লায় ঘাট ইজারাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মার্চ ৬, ২০২৩, ০৫:৪৫ পিএম


ফতুল্লায় ঘাট ইজারাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ফতুল্লার লঞ্চঘাটে পটুয়াখালী থেকে আসা এক নারীর শ্লীলতাহানি সহ দুই যাত্রীকে মারধর কে স্বর্ণালংকার, মোবাইল ও হাস-মুরগি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে।

সোমবার (৬ মার্চ) ফতুল্লা মডেল থানার লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ঐ নারী লাবিনা (৩১) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রিপন (৪২), প্রিতম (৩৬) সহ টোল আাদায়কারী অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গ্রামের বাড়ী পটুয়াখালী থেকে বাদী তার স্বামী আরিফ ফরাজি (৪০) ও ছোট ভাই মাসুম বিল্লাহ (১৯) লঞ্চযোগে সোমবার সকাল আটটার দিকে ফতুল্লা লঞ্চঘাটে এসে নামে। তারা ঘাট দিয়ে আসার সময় টোল আদায়কারীরা তাদের সাথে নিয়ে আসা হাস-মুরগির জন্য টাকা দাবি করে। তখন বাদীর ভাই টোলআদায়কারীকে ২শত টাকা প্রদান করে। টোল আদায়কারীরা আরো ৩ শত টাকা দাবি করে। এ নিয়ে বাদীর ভাই মাসুম বিল্লাহ ও স্বামী আরিফ ফরাজির সাথে টোল আদায়কারীদের কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে রিপনের নির্দেশে প্রিতম সহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন বাদীর স্বামী ও ভাই কে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় বাদী স্বামী ও ভাই কে বাঁচাতে এগিয়ে এলে হামালকারীরা বাদীকে মারধর করে তার জামা-কাপড় ছিড়ে তার শ্লিতাহানী করে। এক পর্যায়ে হামলাকারীরা বাদীর গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্নের চেইন এবং ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এবং সাথে  নিয়ে আসা ৮টি দেশী মুরগি ও ২টি হাস রেখে দিয়ে সাথে থাকা জামা-কাপড়ের ব্যাগ নদীতে ফেলে দেয় অভিযুক্তরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Link copied!