Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

কোম্পানীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৩, ০৭:৫৪ পিএম


কোম্পানীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের বাস্তবায়নে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় ভূমিকম্পে উদ্ধারকার্য, অগ্নি নির্বাপন, প্রাকৃতিক দুর্যোগে ব্যবহৃত সরঞ্জামের ব্যবহার সহ দুর্ঘটনা থেকে তাতক্ষনিক প্রতিকারের প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস-চেয়ারম্যান আরজুমান, উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায়,উপজেলা সহকারী প্রোগ্রামার তানিম রহমান,কোম্পানীগঞ্জ থানা এস আই আশরাফুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাঈদী করিম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জামিন মিয়া প্রমূখ।

আরএস
 

Link copied!