Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি:

নিজস্ব প্রতিনিধি:

এপ্রিল ২১, ২০২৪, ১১:৫৫ এএম


জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে বহিষ্কার

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিষেধ সত্ত্বেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায়  ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন কে বহিষ্কার করা হয়েছে।

আজ ২১ এপ্রিল রোববার সকালে এই সংক্রান্ত একটি চিঠি গণমাধ্যম কর্মীদের পাঠান আত্মীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

চিঠিতে বলা হয়, ফোরামের সিদ্ধান্ত অমান্য করায় খোকনকে বিএনপিপন্থি আইনজীবীদের এই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।গত  ৬ এপ্রিল গুলশানে অনুষ্ঠিত ফোরামের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত চার জন আইনজীবী নির্বাচিত হলেও ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী তিনজন দায়িত্ব গ্রহণ করেন নি। কিন্তু ফোরামের সিদ্ধান্ত অমান্য করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করায় খোকন বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। গতকাল ২০ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

বিআরইউ

Link copied!