Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

জয়পুরহাটের দাদরা উচ্চ বিদ্যালয়ের

নব নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডিক ভবনের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৩, ০৫:৪৯ পিএম


নব নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডিক ভবনের উদ্বোধন

জয়পুরহাটের দাদরা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশে জামালপুর ইউপি চেয়ারম্যান ও দাদরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশক অধিদপ্তরের সহকারী প্রকৌশলি মনিরুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামসহ অন্যান্যরা।

সুধী সমাবেশ শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ৫ হাজার মানুষেমানুষের মাঝে খাবার বিতরণ, চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে লটারির মাধ্যমে পুরুষ্কার বিতরণ এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরএস

Link copied!