Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মার্চ ২৭, ২০২৩, ০৭:১৯ পিএম


মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়েছে।  

আজ (২৭ মার্চ ) সোমবার দুপুরে মাধবপুর বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব।  

এ সময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, সোনার বাংলা হোটেলকে ৩ হাজার টাকা,আল আমিন হোটেলকে ২ হাজার টাকা,রায় স্টোরকে ১ হাজার টাকা, শফিক স্টোরকে ১ হাজার টাকা,প্রিয়তোষ মোদক স্টোরকে ১ হাজার টাকা,ও আকাশ স্টোরকে ১হাজার টাকা সহ বিভিন্ন অপরাধে ৭ টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ব্যবসায়ীদের ভোক্তা -স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনা জন্য নির্দেশনা দেওয়া সহ দোকানে দ্রব্যমূল্য তালিকা টাঙিয়ে রাখার, রাস্তা মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্য মূল্যবৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে ইউএনও বলেন, জনস্বার্থে এ  অভিযান অব্যাহত থাকবে।

আরএস
 

Link copied!