Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

নাটোরে অগ্নি নির্বাপন মহড়া

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৩, ০৭:০৫ পিএম


নাটোরে অগ্নি নির্বাপন মহড়া

নাটোরে বিসিকের উদ্যোগে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের দত্তপাড়ায় বিসিক শিল্প নগরীতে নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোরের উপ-সহকারি পরিচালক এ.কে.এম মুরশেদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা ও সাধারণ সম্পাদক আবদার রহমানসহ বিসিক শিল্প প্রতিষ্ঠানের শতাধিক কর্মচারিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বার্থে বা নিজেদের স্বার্থে হলেও শিল্প  মালিকদের অগ্নি নির্বাপনে আরও সচেতন হতে হবে ।

প্রতিটি শিল্প কারখানায় নিজস্ব অগ্নি নির্বাপক ব্যাবস্থা চালু রাখতে হবে। যে কোন অগ্নিকান্ডের মত দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে সাবধানে কাজ করতে হবে। এ সময় নাটোরের ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রাংশের মাধ্যমে উপস্থিত শিল্প কর্মচারীদের অগ্নি নির্বাপন প্রশিক্ষণ দেওয়া হয়।

এআরএস

 

Link copied!