Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

আশাশুনিতে মোবাইল কোর্টে অপরিপক্ক আম বিনষ্ট ও জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৩, ০৯:০৮ পিএম


আশাশুনিতে মোবাইল কোর্টে অপরিপক্ক আম বিনষ্ট ও জরিমানা

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮শ’ কেজি অপরিপক্ক আম বিনষ্ট ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় আশাশুনি বেইলী ব্রীজের কাছ থেকে পিকআপ ভর্তি আম জব্দ করা হয়।

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুদ রানা এলাকা থেকে কাঁচা আম পেড়ে কোম্পানীর কাছে বিক্রয় করার অনুমতি নিয়ে গাছ থেকে আম পাড়েন। 

তবে কাঁচা আমের সাথে ৩২ ক্যারেট অপরিপক্ক আম কৃত্রিম ভাবে পাকিয়ে একটি পিকআপ-এ (নং- খুলনা মেট্রো-৯-১১-১১২৩) করে আশাশুনির উপর দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। 

আশাশুনি বেইলী ব্রীজের কাছে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান আমসহ পিকআপটি জব্দ করেন। 

পরে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩২ ক্যারেটে থাকা ৮শ কেজি অপরিপক্ক কৃত্রিম উপায়ে পাকানো আম গাড়ির চাকায় পিষ্টে বিনষ্ট, ১০ হাজার টাকা জরিমানা ও ক্যারেটগুলো বাজেয়াপ্ত করা হয়। 

বাকী কাঁচা আমসহ পিকআপটি ছেড়ে দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম ও পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!