Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

হাটহাজারীতে উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০৪:২২ পিএম


হাটহাজারীতে উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ ৯ নাম্বার ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আগামী ২৫শে মে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে মঙ্গলবার (৯ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন (ভুট্টু)কে তালা প্রতীক, ছৈয়দ নাজীম উদ্দীন (হাবীব)কে আপেল প্রতীক, মো. মহিসিনকে বৈদ্যুতিক পাখা প্রতীক, সৈয়দ মইনুল হককে ফুটবল প্রতীক ও সৈয়দ মো. নেজাম উদ্দিনকে টিউবওয়েল প্রতীক দেওয়া হয়। গত মাসের ২৭ শে এপ্রিলের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করলে ৩০ শে এপ্রিল তা যাচাই-বাছাই করে সবাইকে বৈধ ঘোষণা করা হয়। পরে ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের তারিখ নির্ধারিত থাকলেও কেউ প্রত্যাহার না করায় সবাইকে প্রতীক দেওয়া হয়।

জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত দুইমাস আগে পদত্যাগ করেন ওই ওয়ার্ডের সাধারণ সদস্য মো. বেলাল। বেলাল গত ইউপি নির্বাচনে ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে সদস্য হিসেবে নির্বাচিত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ জানান, মেখলের সিদ্দিকীয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি বুথে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। ওই এলাকায় মোট ভাটার সংখ্যা ২৮২৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৪০৯ জন ও মহিলা ভোটার ১৪১৪ জন রয়েছে।

এআরএস

Link copied!