Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

দীর্ঘদিন ভোগান্তির পর জরাজীর্ণ সড়ক সংস্কার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

মে ৯, ২০২৩, ০৭:৩০ পিএম


দীর্ঘদিন ভোগান্তির পর জরাজীর্ণ সড়ক সংস্কার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের মূল ফটক থেকে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব পর্যন্ত পাকা সড়কটির কিছু অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে পরিণত হয়েছিল।

অল্প বৃষ্টিতেই সড়কে জমে থাকতো হাঁটু পানি। এ অবস্থায় সীমাহীন দুর্ভোগে ছিলেন সাধারণ মানুষ। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তার ব্যক্তিগত অর্থায়নে জরাজীর্ণ সড়কটি সংস্কার কাজের উদ্যোগ নেন। এতে দীর্ঘদিন ভোগান্তির পর জরাজীর্ণ সড়ক সংস্কার করায় এই সড়কে চলাচল কারীদের ভোগান্তি কিছুটা দূর হবে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল দুজনেই উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন ও তদারকি করেন।

অনেকদিন পরে হলেও ইট-বালু দিয়ে সড়কটি সংস্কার করে দেওয়ায় জনসাধারণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।  এমন উদ্যোগের জন্য অনেকে উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।

এইচআর
 

Link copied!