Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

মউশিক প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

মে ১০, ২০২৩, ০৩:০৯ পিএম


মউশিক প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি

নীলফামারীর জলঢাকায় মসজিদ ভিত্তিক উপ আনুষ্ঠানিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১০মে) দুপুরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোকলেছার রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৯৩ সালে চালু হওয়া প্রকল্পটির পর পর সপ্তম পর্যায়ে ৫ বছর মেয়াদি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক কর্মচারীসহ সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মওলানা মো. আবুল কালাম, সহ-সভাপতি মওলানা এনামুল হক, কোষাধ্যক্ষ আল আমিন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

এআরএস

 

 

Link copied!