Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

সাউথখালী ইউনিয়নে সাড়ে তিন কোটি টাকার বাজেট ঘোষণা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

মে ২১, ২০২৩, ০৩:৫৯ পিএম


সাউথখালী ইউনিয়নে সাড়ে তিন কোটি টাকার বাজেট ঘোষণা

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। 

রোববার (২১ মে) সকালে পরিষদের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস‘র ইভল্ভ প্রকল্পের সহযোগিতায় পরিষদের  চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন মীর এই বাজেট ঘোষনা করেন। 

এ সময়, পরিষদের সচিব তুহিন মিত্র, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, ইভল্ভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আজহারুল হক, ইউপি সদস্য মো. রিয়াদুল পঞ্চায়েত, ৪ নং ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দীন, সদস্য মো. বাচ্চু মুন্সি, সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য আল আমিন খাঁন গণ্যমান্য নাগরিকগণ উপস্থিত ছিলেন। 

এদিন ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৩ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৪৯০ টাকার বাজেট ঘোষনা করা হয়। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। 

এর মধ্যে রাজস্ব আয় ৩৭ লাখ ৬৮  হাজার ৭৪০ টাকা এবং উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। 

একই ভাবে রাজস্ব খাতে এবং উন্নয়ন খাতে আয়ের সমান ব্যয় দেখানো হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সাউথখালী ইউনিয়ন পরিষদ এলাকার অবকাঠামো ও নাগরিকদের উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান,  চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন মীর।

এইচআর

Link copied!