Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, ৩ প্রতারক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুন ১, ২০২৩, ০১:১০ পিএম


প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, ৩ প্রতারক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা সদরে ফেসবুকে প্রতারণামূলক প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) চুয়াডাঙ্গা পৌর এলাকার জীনতলা মল্লিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বীনতলাপাড়ার নওশাদ আলীর ছেলে নয়ন (৩২), নয়নের স্ত্রী বৃষ্টি খাতুন (২৭), বদর খানের ছেলে আসিফ আহম্মেদ প্লাবন(২৬)।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, কিছুদিন আগে জ্বীনতলা মল্লিকপাড়া নয়নের স্ত্রী বৃষ্টি খাতুনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তারাপুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মতিউর রহমানের (৩২) ফেসবুকে পরিচয় হয়।

এক পর্যায়ে বৃষ্টি খাতুন মতিউর রহমানকে প্রেমের ফাঁদে ফেলে। গত ২৬ মে সন্ধ্যায় বৃষ্টি খাতুন প্রতারণার ফাঁদ পেতে মতিউর রহমানকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার নির্জন বাড়িতে আসতে বলে। 

মতিউর রহমান সরল বিশ্বাসে তার বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে মতিউর রহমানকে জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে প্রতারক চক্রকে ২৮ হাজার টাকা দিয়ে মুক্তি পায়। 

পরে মতিউর রহমান প্রতারকদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। মামলা রুজুর সঙ্গে সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়। 

পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে জীনতলা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।

এইচআর
 

Link copied!