Amar Sangbad
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

ফেনীতে ডিম বোঝাই পিকআপ দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৭, ২০২৩, ০৮:৩৩ পিএম


ফেনীতে ডিম বোঝাই পিকআপ দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

ফেনীতে ডিম বোঝাই পিকআপ দুর্ঘটনায় চালক-হেলপার নিহত হয়েছে। বুধবার (৭ জুন) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত পিকআপ চালকের নাম-পরিচয় জানা যায়নি। হেলপার জহির উদ্দিনের (২৫), গাইবান্ধার মমতাজ মিয়ার ছেলে।

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রাশেদ খান চৌধুরী এসব তথ্য  নিশ্চিত করে জানান, মহাসড়কের ডিম বোঝাই পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে চালক ও হেলপারের মৃত্যু হয়।

পুলিশ তাৎক্ষণিক নিহতের লাশ  উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে।

আরএস

Link copied!