Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

দুমকিতে মিম হত্যার রহস্য উন্মোচন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ১২, ২০২৩, ০৮:১৫ পিএম


দুমকিতে মিম হত্যার রহস্য উন্মোচন

পটুয়াখালীর দুমকীতে হা‌লিমা আক্তার মিম নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে শরীরে কেরাসিন ঢেলে আগুন দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয় । এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার শাশুড়ীকে আটক করা হয়।

তবে শাশুড়ীর দাবি তিনি নির্দোষ। এবার মীম হত্যার রহস্য উন্মোচন হয়েছে। ঘটনার তিন দিনের মাথায় রোববার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে মিমের চাচাতো বোনের স্বামী মো. আরিফ হোসেন (৩০)কে আটক করেছে পুলিশ।

আটককৃত আরিফ উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হামেদ সিকদারের ছেলে। 

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার বলেন, আসল যে অভিযুক্ত তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তবে আমাদের পুলিশ সুপার স্যার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত ঘটনা জানাবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে বোরকা প‌রি‌হিত দুইজন অজ্ঞাতনামা লোক মিমের ঘরে ঢুকে আগুন দিয়ে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে চলে যায়। এ সময় মিমের সঙ্গে তার একটি শিশু সন্তান ছিল; সেও আগুনে দগ্ধ হ‌য়। পরে মিমের ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় শেখ হা‌সিনা বার্ন ইউনিটে পাঠানো হলে সেখানে মিম মারা যান ।

এআরএস

Link copied!