Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

ভালুকায় বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২৫, ২০২৩, ০১:৫৮ পিএম


ভালুকায় বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন

ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে ধামশুর মৌজার ৯৭৮ দাগে জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হয়েছে।

রবিবার (২৫জুন) সকাল থেকে হবিরবাড়ী বন বিটের বিট কর্মকর্তার নেতৃত্বে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ বনবিভাগের সহকারী বন সংরক্ষক ভালুকা জোন (এসিএফ) হারুন অর-রশিদ। এ সময় হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী ক্যাম্পের সকল ফরেস্ট গার্ড (বনপ্রহরী) উপস্থিত ছিলেন। 

হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান বলেন, ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ভূমি ১১.৫৪ শতাংশ এর মধ্যে বনভূমি ৮.৬০ যার সবটুকুই জনৈক শামীম চৌধুরী দীর্ঘদিন যাবৎ জবর দখল করে রেখেছিল,  আমরা জবর দখলকৃত সম্পর্ন ভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করছি, ময়মনসিংহ বনবিভাগের সহকারী বনসংরক্ষক ভালুকা জোন (এসিএফ), হারুন অর-রশিদ বলেন- এ বছর ৫০ হেক্টর বনভূমিতে চারা রোপন করা হবে। আমাদের এই জবর দখল উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। পর্যায়ক্রমে জবর দখলীকৃত বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হবে। 

অপর দিকে উপজেলার পাড়াগাঁও মৌজার ৪৮৩ দাগে ডিবিএল  কোম্পানির জবরদখলীয় বনভূমিতেও চারা রোপন করা হয়েছে।

আরএস

 

 

 

Link copied!