ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আবারো ভূঞাপুরে সড়ক অবরোধ, মানববন্ধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৩, ০৩:৫৫ পিএম

স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আবারো ভূঞাপুরে সড়ক অবরোধ, মানববন্ধন

গত কয়েক সপ্তাহে টাঙ্গাইলের ভূঞাপুরের চিতুলীয়া পাড়া, মাটিকাটা ও পাটিতাপাড়া সহ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে যমুনার তীব্র ভাঙন। যমুনার তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমিসহ নানা স্থাপনা। অব্যাহত ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনসহ সড়ক অবরোধ করে নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটি। 

রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের মাটিকাটা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ ভাঙন কবলিত এলাকার শত শত নারী-পুরুষ, স্কুল, কলেজ সহ মাদ্রাসার শিক্ষার্থীরা  অংশ নেন। অবরোধের কারনে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এদিকে খবর  ঘটনাস্থলে ছুটে যান ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.বেলাল হসেন। তিনি ভাঙন রোধে আরো দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ থেকে টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা পূর্ব পাড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। ভাঙনে গিলে খাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ইতিমধ্যে নদী ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে শতাধিক পরিবার। প্রতিদিন পূর্ব পাড়ের চিতুলিয়া পাড়া, মাটিকাটা ও পাটিতাপাড়া সহ বেশ কিছু এলাকার ঘরবাড়ি নদীতে বিলীন হচ্ছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা সহ স্থায়ী বাঁধ না দিলে মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ শত শত ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।

উপজেলার নিকরাইল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল বলেন- ইতিমধ্যে আমাদের এলাকায় যমুনার ভাঙন অসংখ্য ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট সহ শত শত ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে। জিও ব্যাগ ফেলা ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো.বেলাল হোসেন বলেন, ভাঙন ঠেকাতে ভাঙন কবলিত এলাকায় ইতিমধ্যে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। এছাড়াও ভাঙন কবলিত এলাকায় যাতে আরো দ্রুত জিও ব্যাগ ফেলা যায় সেই ব্যাবস্থা করা হচ্ছে। নদীর ভাঙনে যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ঘর করে দেয়া হবে। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

এদিকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের হস্তক্ষেপে ভাঙন কবলিত ৫৫ মিটার এলাকা জুড়ে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন- ভূঞাপুরের যমুনা পূর্ব পাড়ে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। আজ থেকে ভাঙন কবলিত এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে।  

আরএস
 

Link copied!