Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

জুড়ীর লাঠিটিলা সীমান্তে বিএসএফ কর্তৃক ২ বাংলাদেশী নির্যাতন

জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি

জুলাই ২৪, ২০২৩, ০৬:১৫ পিএম


জুড়ীর লাঠিটিলা সীমান্তে বিএসএফ কর্তৃক ২ বাংলাদেশী নির্যাতন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তে বিএসএফ কর্তৃক ২ বাংলাদেশী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শুক্রবার  (২১ জুলাই) কুড়িগ্রাম জেলার বুড়িগঙ্গামারি উপজেলার  আটঘরিয়া পাড়া গ্রামের আমসের আলীর ছেলে  জাহাঙ্গীর আলম (২৪) ও খুলনা জেলার খুলনা সদর এলাকার মৃত আজগর শেখের  ছেলে হৃদয় শেখ (২৩) রামঘর সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। 

রোববার (২২) জুলাই তারা বিএসএফের হাতে আটক হন। বিএসএফ আটককৃতদের ক্যাম্পে নিয়ে নির্যাতন করে সোমবার সকালে লাঠিটিলা সীমান্তের ১৮০১ নম্বর পিলারের নিকট ফেলে চেল যায়। 

খবর পেয়ে লাঠিটিলা ক্যাম্পের বিজিবির একটি টহলদল আহতদের উদ্ধার করে। এ বিষয়ে মুঠোফোনে  বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহিব্বুল ইসলাম খাঁন বলেন,আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়ার পর তাদের পুলিশের  কাছে হস্তান্তর করা হবে।

আরএস
 

Link copied!