Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১, ২০২৩, ১১:৩৮ এএম


ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল শুরু

দীর্ঘ আট মাস পর ঢাকা-নারায়নগঞ্জ রেল পথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে পেয়েছে। মানুষের ভোগান্তি ও কমবে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার কামরুল ইসলাম। তিনি জানান, আজ ভোর থেকেই ঢাকা-নারায়নগঞ্জ রেল পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলপথে মোট ৮টি ট্রেন ১৬ বার নারায়ণগঞ্জ কমলাপুর স্টেশনে আসা-যাওয়া করবে।

নতুন সময় অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে কমলাপুর স্টেশনের দিকে ছেড়ে যাবে ভোর ৬টা ৫মিনিটে, দ্বিতীয় ট্রেন সকাল সোয়া আটটায়, তৃতীয় ট্রেন ১০টা ২৫ মিনিট, চতুর্থ ট্রেন দুপুর ১২টা ৩৫ মিনিট, পঞ্চম ট্রেন ২টা ৪৫ মিনিট, ৬ষ্ঠ ট্রেন বিকাল সোয়া ৫টায়, সপ্তম ট্রেন সন্ধা ৭টা ২৫ মিনিট ও অষ্টম যাএা শুরু হবে ৯টা ৩৫ মিনিট।

এদিকে ট্রেন চলাচল নিয়ে যাএীদের মধ্যে একটা উদ্ধেগ প্রকাশ হলে গত মাসের ২৫ জুলাই রেল মন্ত্রী নুরুল ইসলাম নারায়ণগঞ্জে এসে বলেছিলেন ঢাকা সিটি কপোরেশন এলাকার রেল ক্রসিং উন্নয়ন, ঢাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন নির্মান প্রকল্পের ঠিকাদার প্রত্যাহারসহ সকল প্রতিবন্ধকতা দূর করে লাইন চালু করতে কিছুটা বিলম্ব পোহাতে হচ্ছে।

তবে আমরা আগামী ১ আগষ্ট থেকে ট্রেন চলাচল শুরু করতে পারবো। প্রসঙ্গত, পদ্মা সেতু রেললিংক প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়ার মধ্যে তিনটি রেললাইনের নির্মান কাজের জন্য ২০২২ সালের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে  কতৃপক্ষ।

পরে দীর্ঘ আট মাস পর পুনরায় ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। রেল কতৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ জুলাই রেল মন্ত্রী নুরুল ইসলাম নারায়ণগঞ্জে এসে ১ আগষ্ট রেল চলাচলের ঘোষণা দেন।

এইচআর

Link copied!