Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মাটিরাঙ্গাতে দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৩, ০৪:৪৯ পিএম


মাটিরাঙ্গাতে দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের চেক  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ আগষ্ট)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর  আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক এর সঞ্চালনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,  মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান দিপু,  মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার  ৪ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং চার জনকে  অনুদানের চেক  তুলেদেন।

আরএস
 

Link copied!