Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৩, ০৬:২২ পিএম


নাটোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি

নাটোরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি করেছে নাটোর পৌরসভা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট ভবন চত্বর থেকে শুরু হওয়া র‌্যালির নেতৃত্ব দেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা নাটোরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সজাগ রাখতে চাই।

জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগকেও সহায়তা প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিবৃন্দের সাথে সমন্বয় সভা করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন এই কার্যক্রম মনিটর করছে উপজেলা প্রশাসন।

নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি জানান, লিফলেট বিতরণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাটোর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।

এইচআর

Link copied!