Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

জড়ীতে ভারতীয় মদ জব্দ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৩, ০৪:৪৫ পিএম


জড়ীতে ভারতীয় মদ জব্দ

মৌলভীবাজারের জুড়ীতে বিজিবির অভিযানে আমদানি নিষিদ্ধ তিন লাখ টাকা মুল্যের ২২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পর সেলুয়া সেতুর দক্ষিণ পাশের ৫০ গজ দূরের রাস্তা দিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা  (মৌলভীবাজার-ঠ, ১২- ১৬২৫) ২২২ বোতল মদ বহন করে নিয়ে যাচ্ছিল।

গোনপ সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌছে অবৈধ মদসহ অটোরিকশা আটক করে সেলুয়া ক্যাম্পে নিয়ে যান। পরে মদের জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে জমা দেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের সেলুয়া ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম গউস সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবি সেলুয়া সেতুর দক্ষিণ পাশ থেকে মালিক বিহীন ভারতীয় মদসহ সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করে।

পরে জব্দ তালিকা তৈরি করে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে জমা দেয়া হয়। এ ব্যাপারে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যে কোন অবৈধ মালামাল পাচার বন্ধে বিজিবি সতর্ক রয়েছে বলে তিনি জানিয়েছেন।  

এইচআর

Link copied!