Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

মেঘনায় ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৩, ০২:৩৯ পিএম


মেঘনায় ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রবাস ফেরত চাচার সঙ্গে মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে নদীতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্ব পাড়া গ্রামের কবিরের ছেলে আদনান(৪) এবং হক সাহেবের ছেলে আব্দুল্লাহ(৪) প্রবাস হয়ে ফেরত চাচা আজিজুলের সঙ্গে মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে  এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্বজনরা জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে আদনান এবং তার চাচাতো ভাই আব্দুল্লাহ প্রবাস  ফেরত তার আপন চাচা আজিজুলের সাথে মেঘনার তীরে ঘুরতে যায়। এ সময় চাচা আজিজুল তাদের দুই ভাইকে মেঘনার তীরে রেখে গোসল করতে মেঘনা নদীতে নামে।

আজিজুল গোসল করার সময় তার অজান্তেই শিশু আদনান ও আব্দুল্লাহ নদীতে নামলে মেঘনার পানিতে তলিয়ে যায়। তখন চাচা তাদেরকে তীরে না দেখে ডাক, চিৎকার শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন ঘটনাস্থলে  এসে জেলেদের জাল নিয়ে নদীতে খুঁজতে থাকেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পানির নিচ থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

এআরএস

Link copied!