Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

নারায়নগঞ্জে বাস ভাংচুর ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৩, ০৬:০৮ পিএম


নারায়নগঞ্জে বাস ভাংচুর ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জে বিএনপির ডাকা হরতাল পালনকালে দুটি বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে চাষাড়ার মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দপুরের আগ মুহূর্তে মহানগর বিএনপির একটি মিছিল মিশনপাড়া থেকে বের হয়ে উৎসব পরিবহনের একটি বাস গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে চালকে বাস চালাতে নিষেধ করে। এসময় চালক তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে বাসের ছিট পুড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ ও সাধারণ পথচারীদের সহায়তায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এবিষয়ে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের শান্তি পূর্ণ হরতাল পালনকালে কে বা কারা বাসে আগুন দিয়েছে আমরা জানি না। তবে আমাদের পক্ষ থেকে কোন বাস ভাংচুর বা আগুন দেওয়া হয় নাই।

এবিষয়ে সদর মডেল থানার (ওসি) আনিচুর রহমান জানান, বিএনপি নাশকতা সৃষ্টির জন্য সকাল থেকে ওত পেতে রয়েছে। বিভিন্ন স্থানে তারা ভাংচুর শুরু করে দিয়েছে। বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ দেখে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। যারা হরতালের নামে নাশকতা করতে চাইলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এআরএস

Link copied!