Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

কুড়িগ্রামে জেল হত্যা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ০৩:৪১ পিএম


কুড়িগ্রামে জেল হত্যা দিবস পালিত

শ্রদ্ধার্ঘ ও পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর)  সকালে শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান (সাবেক এমপি) আলহাজ্ব মো. জাফর আলী,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্রাহাম লিংকন,যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল,জেলা আওয়ামী লীগের সদস্য ফাল্গুনী তরফদার সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।

স্বাধীনতা বিরোধী চক্র সে দিন বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে গুলি করে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।

এআরএস

Link copied!