Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

দুর্যোগ-স্বাস্থ্যবিধি ও নারীর ক্ষমতায়নে প্রশিক্ষণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৩, ০১:৫৭ পিএম


দুর্যোগ-স্বাস্থ্যবিধি ও নারীর ক্ষমতায়নে প্রশিক্ষণ

বাগেরহাটের শরণখোলায় দুর্যোগ ও স্বাস্থ্যবিধিসহ নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দু‍‍`দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ প্রশিক্ষণ (১২ হতে ১৩ ই নভেম্বর) ৫৩ নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে করা হয়। উন্নয়ন সংস্থা কমিউনিটি ইনিশিয়ে টিপ সোসাইটি সিআইএস ও এশিয়া এশিয়া প্যাসিফিক ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এ পেট এবং বাংলাদেশ এর আয়োজনে জাপান সরকারের সহযোগিতায় ২০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার মেডিকেল স্ট্যান্ড মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রজেক্ট অফিসার মো. গোলাম রসুল ও মাঠ কর্মী মো. নবী হোসেন।

প্রধান অতিথি হিসেবে মো. শহিদুল ইসলাম প্রধান শিক্ষক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফিরোজ আলী ফায়ার সার্ভিস দৈনিক রানার পত্রিকার সাংবাদিক নাজমুল ইসলাম প্রমূখ। ফায়ারসার্ভিস কর্মীরা গ্যাস থেকে আগুনের সূত্র পাত ঘটলে তা প্রতিরোধে নানা কৌশলে প্রতিরোধ করার সহজ কলা কৌশল প্রদর্শন করেন।

এইচআর

Link copied!