Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

নাটোরে অপহৃত গৃহবধূ সাতক্ষীরায় উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০২৩, ০৩:১৫ পিএম


নাটোরে অপহৃত গৃহবধূ সাতক্ষীরায় উদ্ধার

নাটোর শহর থেকে অপহৃত গৃহবধূকে সাতক্ষীরার তালা উপজেলা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫। তালার সীমান্তবর্তী ইসলামকাঠী বাইখোলা গ্রামের একটি বাড়ি থেকে রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় নারীসহ দুজনকে আটক করা হয়।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়  সিপিসি-২, নাটোর ক্যাম্প র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকারের নেতৃত্বে গত ১০ নভেম্বর শহরের মল্লিকহাটী এলাকা থেকে ওই গৃহবধূ অপহৃত হন।

পরিবারের লোকজন খোঁজ করে না পেয়ে সদর থানায় মামলা করেন। ঘটনা জানার পর অভিযান শুরু করে র‌্যাবের সদস্যরা। তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর এলাকার মানিক গাজীর ছেলে বিল্লাল হোসেন (৩২)কে আটক করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, একই জেলার তালা উপজেলার সীমান্তবর্তী ইসলামকাঠী বাইখোলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। সেখান থেকে শ্রীরামপুর এলাকার মো. আমিনুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম (৪৫) কে আটক করা হয়।

সন্জয় কুমার সরকার বলেন, ‘অপহৃত গৃহবধূকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল কি না তা তদন্ত করা হচ্ছে।’

এইচআর

Link copied!