কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৩, ১১:১০ এএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৩, ১১:১০ এএম
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ রূপনগর এলাকায় ভোররাতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে তাকওয়া পরিবহন নামের দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কালিয়াকৈর পৌরসভার রূপনগর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রেখে যাওয়া তাকওয়া পরিবহনে ভোর সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন যুবক দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে গাড়িটি সম্পন্ন পড়ে যায়।
এ ঘটনায় কালিয়াকৈর থানার (মৌচাক ফাঁড়ি) পুলিশের উপপরিদর্শক সাইফুর রহমান মুন্সি জানান, ভোর সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।