Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৩, ০৩:৫৫ পিএম


টাঙ্গাইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলছে।  শনিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

প্রথম দিন মনোনয়নপত্র বাছাই করা আসনগুলো হলো টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়) টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী)। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করেন।

মনোনয়নপত্র বাতিলের পর ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, ‘দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের মধ্য একজন ভোটারকে না পাওয়ার কারণে তদন্ত কমিটির রিপোর্টে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে আপিল করবেন বলে জানান তিনি।

মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, প্রার্থীর প্রস্তাবকারী, সমর্থনকারী এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

রোববার (৩ ডিসেম্বর) বাকি চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।

এআরএস

Link copied!