community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা সোমবার, ১৭ জুন, ২০২৪,

সাপের ছোবলে দুই গৃহবধূর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১৬, ২০২৪, ০৮:৪০ পিএম


সাপের ছোবলে দুই গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে সাপের ছোবলে দুইদিনে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকালে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার ফতেপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা (২২) ও থলপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০)।

জানা যায়, বুধবার রাতে রুলিয়া বেগম নিজ ঘরে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। পরে বিষয়টি পরিবারের লোকজনদের জানালে তারা স্থানীয় এক ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক দেয়। এ সময় রুলিয়া বেগম বিষে অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার বিকালে গৃহবধূ আরিফা বাড়ির পাশে বসে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ এসে তার পায়ে ছোবল দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ বলেন, সাপের কামড়ে এক গৃহবধূ হাসপাতালে নেওয়ার পথে এবং অপর নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। দুজনের দাফন সম্পন্ন হয়েছে।

ইএইচ

Link copied!