Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

রাজবাড়ীতে ভেজাল কারখানায় অভিযান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ০৫:৫৬ পিএম


রাজবাড়ীতে ভেজাল কারখানায় অভিযান

রাজবাড়ী বালিয়াকান্দির একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ভেজাল সার রং, লবন, সোডাসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তৈরী করা হয় ডিটারজেন্ট পাউডার।

বুধবার রাতে বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারে অবৈধ এ কারখানায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রাত পৌনে ১০ টার সময় মুঠোফোন জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, অবৈধ ভাবে গড়ে উঠা নকল ডিটারজেন্ট পাউডার ও সারপ্রেক্সেল তৈরী কারখানায় এখনো অভিযান চলছে।  

এ কারখানার মালিক জঙ্গল ইউনিয়নের আগপোটরা এলাকার বিকাশ বসুর ছেলে বিচিত্র বসুকে আটক করা হয়েছে।  
তিনি বলেন, বিচিত্র বসু স্নিগ্ধা কনজ্যুমার নামে ফাক্টারী পরিচালনা করে আসছিল।

এসময় ভেজাল সার্ফ এক্সেল তৈরির তিনটি মেশিন, প্যাকেটজাত করা ১৩২০পিস মিনি সারফ এক্সেল, কয়েক বস্তা মিনি সার্ফ এক্সেলের ভেজাল ডিটারজেন্ট পাউডার, সোডা, লবণ, কালার দানা, লিকুইড কালার, পারফিউম, ক্যালসিয়াম, সিলিকেট, মালামাল জব্দ করা হচ্ছে।  

তার বিরুদ্ধে ২০১৮ সালে ভেজাল সারফেক্সেল তৈরির অপরাধে  মামলা হয়েছিল। জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়িয়ে পড়ে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআর

Link copied!