Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

ভিক্ষুক সেজে ৮ বছর পালাতক অবশেষে গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৩, ০৩:৩৯ পিএম


ভিক্ষুক সেজে ৮ বছর পালাতক অবশেষে গ্রেপ্তার

৩ বছর সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক থাকার পর চাঁন মিয়া (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উলিপুর পৌর শহরের গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় গত ২০১৫ সালে বিজ্ঞ আদালত অভিযুক্ত চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে আসামি বিভিন্ন জেলায় ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর থেকে পলাতক ছিলেন।

বিভিন্ন তথ্যের ভিত্তিতে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এইচআর

Link copied!