Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

‘ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নাই’

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৩, ০৮:৫২ পিএম


‘ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নাই’

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নাই। তাদের জন্য নিরাপত্তার  আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধামকি দেয়, পথে ঘাটে ঘরে বাইরে যেখানেই হোক এজন্য শাস্তির বিধান করা হয়েছে।

ভোটাররা নির্ভয়ে নিঃসংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন। তিনি বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

এসময় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তৌফিক-ই-লাহী চৌধুরী, রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক(অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ মতবিনিময় সভায় আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনে দায়িত্ব প্রাপ্ত সকল প্রিজাইডিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর নির্বাচন কমিশনার একই হলরুমে ৪টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দী এমপি প্রার্থীদের সাথে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিয় করেন।

এইচআর

Link copied!