Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ফরিদপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৩, ০২:২৫ পিএম


ফরিদপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী সভাশেষে খাবারের আয়োজন করায় গত শুক্রবার রাতে এ জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী-মাঝকান্দি আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসদরের দিলীপ রায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে। সভাশেষে আগতদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়। খবর পেয়ে এ আসনে নির্বাচনি আচরণ বিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বিধি লঙ্ঘন করে সভায় খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় খিচুড়ি ও মাংস জব্দ করে এতিমখানায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনি সভায় খাবারের ব্যবস্থা করা নিষিদ্ধ। আচরণ বিধি লঙ্ঘন করে খাবারের ব্যবস্থা করায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক আহাদুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত খিচুড়ি এতিমখানায়  বিতরণ করা হয়েছে।

এআরএস

Link copied!