Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

হাটহাজারীতে অনলাইন নাগরিক সেবার উদ্বোধন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৪, ০৬:২৪ পিএম


হাটহাজারীতে অনলাইন নাগরিক সেবার উদ্বোধন

চট্টগ্রামের হাটহাজারীতে পৌরসভায় অনলাইনে নাগরিক সেবার শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (১ জানুয়ারী) দুপুর সাড়ে ৩টার দিকে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান প্রধান অতিথি হিসেবে অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এই সময় পৌর প্রশাসক বলেন, এই সেবার সুবিধা হচ্ছে সনদ পত্রের জন্য  আবেদন যেকোন ই-সেন্টার বা দোকান থেকে করতে পারবে। যা পুর্বে পৌর কার্যালয়ের ই-সেন্টার থেকে আবেদন করতে হত। ফলে সময় ও অর্থ বেচেঁ যাবে। জন্মসনদ ও ওয়ারিশ সনদ মধ্যে দিয়ে এই অনলাইন নাগরিক সেবা পেতে যাচ্ছে পৌরবাসী।

এতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরি, সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া, প্রধান সহ: মো. সাহাব উদ্দীন, আইটি প্রতিষ্ঠান ইনোভেশনের ফাউন্ডার ও সিইও খোরশেদুল আলম, পৌর কাউন্সিলর সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজম, পৌর সহায়ক সদস্য মো. তোফাজ্জল হোসেন ফোরকান, পৌর সহায়ক সদস্য মো. বশির উদ্দীন, পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর রওশন আরাসহ গনমাধ্যমকর্মী পৌর কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গগন।

এইচআর

Link copied!