Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

জাল ভোটের অভিযোগে মন্ত্রীপুত্রকে গ্রেপ্তারের নির্দেশ সিইসির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৪, ০২:১৫ পিএম


জাল ভোটের অভিযোগে মন্ত্রীপুত্রকে গ্রেপ্তারের নির্দেশ সিইসির

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে। এই অভিযোগে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

এদিকে এ ঘটনায় দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৭ জানুয়ারি) সকাল নয়টার দিকে জাল ভোটের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম।

জানা যায়, রোববার সকাল আটটার দিকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। এ সময় তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে জোর করে নৌকা মার্কায় সিল মারেন।

একে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। এ ঘটনার পর পরই রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

আরএস

Link copied!