Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

কোম্পানীগঞ্জে শীতার্তরা পেলেন কম্বল

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৪, ০৩:৫৯ পিএম


কোম্পানীগঞ্জে শীতার্তরা পেলেন কম্বল

রাতের আঁধারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের বাসস্ট্যান্ড সহ বিভিন্ন পয়েন্টের ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারী।

রোববার (১৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসুরহাট পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের বিতরণ করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও মুহাম্মদ আনোয়ার হোসেন পাটওয়ারী। কনকনে শীতের মধ্যে হঠাৎ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারীর হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, প্রচন্ড শীতে কোম্পানীগঞ্জ উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাইন উদ্দিন,পরিসংক্ষান কর্মকর্তা অজিত কুমারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!