Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ভোটকেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৪, ০৫:২৩ পিএম


ভোটকেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বালিয়াকান্দি-জামালপুর সড়কের উপজেলা আড়কান্দি এলাকায় সচতন নাগরিক ও সহকর্মীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় রতন কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন, আলোক কুমার ঘোষ, সাংবাদিক সনজিৎ কুমার দাস, দেবাশীষ বিশ্বাস, কালাচাঁদ দে, হাসান বিশ্বাস, টিটু খাঁন, মোস্তফা মন্ডল,পলাশ মিয়া আরিফ, গ্রাম পুলিশ সদস্য উজ্জল খান প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে রনজিৎ হত্যার রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারের দাবী জানান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে (৪৫) বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার সময় দুবৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

পরদিন স্কুলের পাশে কাঠ বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে’র স্ত্রী রিতা দে বাদী হয়ে গত ৮ জানুয়ারী অজ্ঞাতনামা আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, এ হত্যাকান্ডে বেশ কিছু ক্লু পাওয়া গেছে। আশা করছি দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

এইচআর

Link copied!