Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫,

মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটায় জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৪, ০৮:৫১ পিএম


মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটায় জরিমানা

পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  জাফর নামে এক ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড টিএন্ডটি টিলা এলাকায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

এ সময়, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) অনুসারে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এইচআর
 

Link copied!