Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ফেনী সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৭:৩০ পিএম


ফেনী সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এ ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি।

এর আগে সোমবার দিবাগত রাতে ফেনীর বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯নং পিলার সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া এলাকা থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

তারা হলেন-জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পূর্ব ছাগলনাইয়া এলাকায় এক ব্যক্তিকে বিএসএফ ধরে নিয়ে গেছে এমন গুঞ্জন শুনে স্থানীয়রা খবর নিতে সেখানে ছুটে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া শুরু করে। অনেকেই পালিয়ে আসতে সক্ষম হলেও সেখান থেকে ২৩ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এ বিষয়ে মঙ্গলবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারির অভিযোগে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ।

ওইসময় আটককৃতদের একটি তালিকাও তাদের পক্ষ থেকে বিজিবিকে সরবরাহ করা হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এরমধ্যে বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। এ বিষয়ে আমরাও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করবো।

আরএ/ইএইচ
 

Link copied!